লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত তিনজনকে নগদ অর্থ প্রদান । রবিবার ২৭ শে জুন উপজেলার মুড়াকরি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসি কান্ত হাজং ।
অভিযানকালে বাজারে মিষ্টির দোকানে ক্ষতিকর রং মিশ্রিত খাদ্য দ্রব্য বিক্রি করায় দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মামলা ও ১ হাজার ৫ শত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন । এ সময় আনুমানিক৪ কেজি মিশ্রিত গজা প্রায় ৩০ গ্রাম এবং জব্দ করা হয় ।
এছাড়া ২টি দোকানে লেভেল বিহীন খাদ্য দ্রব্য বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় এবং রাস্তার উপরে মালামাল রেখে গণউপদ্রব সৃষ্টি করায় দুটি মামলা এবং প্রত্যেককে ,১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় । অভিযানকালে সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ ও আনসার সদস্য বৃন্দ ।