বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাইয়ে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন হয়।
শেষে “শেখ রাসেল দিপ্তিময় নির্ভাক নির্মল দুর্জয় ” এর প্রতিবাদ্য বিষয়ের উপর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও পঃ পঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায় এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া, মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, লাখাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা প্রকৌশলী মোঃ আকতার হোসেন, বামৈ ইউনিয়ন সভাপতি আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম , লাখাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমীন সহ আরো অনেক নেতৃবৃন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। আলোচনা সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র /ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রদ্যোত জ্যোতি দাস।