হবিগঞ্জের লাখাইয়ের মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে দুপক্ষের সংঘর্ষে ১৫ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন হৃদয় মিয়া (২২) নামের এক ব্যক্তি।
চুল কাটাকে কেন্দ্র করে গত(২এপ্রিল) সকাল ৯ টায় জিরুন্ডা গ্রামের কাতল বাড়ি আব্দুল আহাদ গং ও পশ্চিম হাটির আবু মিয়া গং এর মধ্যে সংঘর্ষ হয়। এতে হৃদয় মিয়া সহ উভয় পক্ষের অনেকে আহত হন।গুরুতর আহত হৃদয় মিয়াকে ঢাকা পিজি হসপিটাল এ ভর্তি করা হয়।
গত( ১৭এপ্রিল) বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫ ঘটিকার সময় ঢাকা পিজি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত হৃদয় মিয়াকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত হৃদয় মিয়াকে কেন্দ্র করে গতকাল(২২ এপ্রিল) মঙ্গলবার সকাল থেকেই ভাংছেন এবং লুটপাট করছেন প্রতিপক্ষের বাড়িঘর।
পরিদর্শন করে জানা যায়,নিহত ব্যক্তি হৃদয় মিয়ার গুষ্টির মানুষজন মিলে দলবল নিয়ে প্রতিপক্ষের কাতল বাড়ির প্রায় ২০ থেকে ২৫ টি বাড়ি ঘর লুটপাট এবংপ্রতিপক্ষের নিরীহ মা-বোনদের বিভিন্ন অত্যাচার করে যাচ্ছেন। প্রতিপক্ষের আসবাবপত্র,গরু, ছাগল, হাঁস-মুরগি সহ সকল মালামাল লুটপাট করে নিয়ে গেছে।
প্রতিপক্ষ ভুক্তভোগী এক ব্যক্তি জানান,পশ্চিমহাটির লোকগুলা সকলে মিলে আমাদের বাকি যে দালান ঘরগুলা রয়েছে সেগুলো আগামীকাল ভাঙবে বলে আমাদের হুমকি দিচ্ছে এবং আমাদের ইরি বুরো পাকা ধান জোর করে কেটে নিয়ে যাচ্ছে ।
এ ব্যাপারে লাখাই থানা ওসি তদন্ত শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি।সেখানে ১ টি দালান ঘরসহ প্রায় ১৮ টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে এবং সার্বক্ষণিক আমাদের নজরদারিতে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।