হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন এর পুর্ব বুল্লা পশ্চিম তিন পাড়া সমাজ কল্যান সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ১০ ঘটিকার সময় পুর্ব বুল্লা মোশাররফ এর বাড়িতে দু:স্থ গরীব অসহায় মানুষের মাঝে পুর্ব বুল্লা তিন পাড়া সমাজ কল্যান সংগঠনের পক্ষ হতে ৬ নং বুল্লা ইউনিয়ন পরিষদ এর পক্ষে চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ এর সহযোগিতায় ৫০ টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ এর সময় উপস্থিত ছিলেন পুর্ব বুল্লা পশ্চিম তিন পাড়া সমাজ কল্যান সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক প্রিয়টন গোপ,অর্থ সম্পাদক নাছির মিয়া, সংগঠনের সদস্য লাউছ মিয়া,ইসরাঈল মিয়া, ছোটন মিয়া, মিন্টু চন্দ্র দাস,গৌরমন দাস।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হল আর্তমানবতার কল্যানে সমাজের অসংগহতি তুলে ধরা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দুর্দশা লাগব এবং অসহায় মানুষের কল্যানে কাজ করা।