বিল্লাল আহমেদ: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় বিভিন্ন সড়কে কতিপয় সিএনজি চালক অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
সমিতির নিয়মনীতি তোয়াক্কা না করে ইচ্ছামাফিক অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে প্রায়ই যাত্রীদের সাথে বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটছে।
যাত্রীরা জানান, হবিগঞ্জ সদর থেকে বুল্লা বাজার, কালাউক, বামৈ, লাখাই, এলাকায় সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে।
এ নিয়ে চালকদের সাথে প্রায়ই যাত্রীদের বাকবিতন্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটে। যাত্রীরা অভিযোগ করেন তাদের কথামত ভাড়া না দিলে তারা যাত্রী নিয়ে যেতে অনীহা প্রকাশ করেন। অনেক যাত্র বাধ্য হয়ে তাদের কথামত অতিরিক্ত ভাড়া দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে এক সিএনজি যাত্রী নুর আহমদ ( ৫০) নুরুল আমিন ( ৬০)
মোতাব্বির হোসেন ( ৪৮) জানান হবিগঞ্জ থেকে
কালাউক ৫০টাকার ভাড়ার মধ্যে অতিরিক্ত ৭০ টাকা ভাড়া আদায় করছে।
বুল্লা বাজার হতে ৪০/টাকা থেকে ৫০টাকা করে আদায় করছে।
এব্যাপারে শ্রমিক সমিতির সাথে যোগাযোগ হলে, শ্রমিক সমিতির সভাপতি কাউসার আলম জানান, ড্রাইভার এমন একটা মানুষ বলার মত না এত আইন পাস করি এরপর ও পারিনা। সব ড্রাইভাররা আমার কথা শুনেনা।
তিনি আরো বলেন আমি সি,এন,জির শ্রমিক সমিতির সভাপতি এবং মালিক সমিতির সভাপতি উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ ভাই ভাড়ার ব্যাপার তিনি জানেন ।