জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে হত্যা মামলার আসামি সবুজ সরকার গ্রেফতার

হবিগঞ্জের লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়ন গোপালপুর গ্রামের ক্ষিতীশ সরকার হত্যা মামলার এজাহারনামীয় আসামি সবুজ সরকার(২৫) গ্রেফতার।

 

 

৫ ডিসেম্বর ভোর ৫ টায় গোপালপুর গ্রামের ক্ষিতীশ  সরকার হত্যা মামলার এজাহারনামীয় আসামি মৃত. সুধীর সরকারের ছেলে সবুজ সরকারকে ৫ নং করাব ইউনিয়নের আগাপুর গ্রামের গ্রেফতারকৃত আসামির শ্বশুরবাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা ওসি বন্দে আলীর দিকনির্দেশনায় এস আই বিপুল দেবনাথ এর নেতৃত্বে  পুলিশ ফোর্সসহ গ্রেপ্তার করেন। গ্রেফতারের পর সকাল  ১১ ঘটিকায় সময় জেল হাজতে প্রেরণ করেন।

 

 

উল্লেখ্য গোপালপুর, নিদানপুর গ্রামের উৎসব কমিটির কেশিয়ার কে কেন্দ্র করে দুই দলের বিরোধ চলতে থাকে। এই বিরোধের জের ধরে ২ মার্চ ২০২৪ রাত আনুমানিক ৯ ঘটিকার সময় বুল্লা বাজার থেকে  ক্ষিতীশ সরকার সহ অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে গোপালপুর রাধাকৃষ্ণ গৌর মন্দিরের দক্ষিণ পাশে গেলে তাদের  উপর অতর্কিত হামলা শুরু করে সবুজ  সরকারের দলের লোকেরা। এই হামলায় ক্ষিতীশ সরকার গুরুত্ব আহত হলে ৫ মার্চ ২০২৪ ভোর ৫ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায়  সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে মারা যান।

 

 

ক্ষিতীশ সরকারের বউ বাদী হয়ে মামলা করেন।সবুজ সরকার এই মামলায় এজাহারনামীয় আসামি।বর্তমানে মামলাটি তদন্তদীন আছে । এই মামলা তদন্ত শেষ না হওয়ায় আসামী সবুজ সরকারকে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

এ ব্যাপারে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সততা স্বীকার করেন।