হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামের ফরিদ খান হত্যা মামলার ১ নং আসামি ছোরাব মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব-৯।
জানা যায়, রবিবার (০১ অক্টোবর) দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ র্যাব-৯ মাধবপুর থানা গাজীপুর গ্রাম থেকে গ্রেফতার করেন ফরিদ খান হত্যা মামলার প্রধান আসামি ছোরাব মিয়া কে। ছোরাব মিয়া গুনিপুর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে।
গ্রেফতারের পর হত্যা মামলার আসামি মোঃ ছোরাব মিয়াকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।
এব্যাপারে লাখাই থানা ওসি বন্দে আলী মিয়া ঘটনার সততা স্বীকার করেন এবং আগামীকাল হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।