হবিগঞ্জের লাখাই উপজেলার ১ নং লাখাই ইউনিয়নের টাউনশিপ বাজারের বিপ্লব স্টোর থেকে হীরা ২ ধান বীজ ক্রয় করে বিপাকে পড়েছে স্থানীয় কৃষকেরা।
লাখাই টাউনশিপ বাজারের বিএডিসির ডিলার বিপ্লব স্টোর থেকে স্থানীয় কৃষকেরা হীরা ২ ধান বিজ কিনে জমিতে রোপন করলে, ঐ ধান বীজ থেকে চারা গজায়নি।
অনেক কৃষকেরা জানান, তাদের বীজ পচে কালো হয়ে নষ্ট হয়ে গেছে।যার ফলে সময় মত জমিতে ধান চাষ করতে পারবে না।
কৃষকরা বলেন, পুরাতন বীজ ক্রয় করে বেশি দামে বিক্রি করছেন বিপ্লব ষ্টোর।
লাখাই স্বজন গ্রামের সৈয়দ হোসেনের ছেলে কৃষক আন্জব আলী জানান, আমি বিপ্লব স্টোর থেকে হীরা ২ ধানবীজ ক্রয় করেছিলাম, আমার ধান থেকে চারা গজায়নি এবং সব ধান কাল হয়ে পচে গেছে।
লাখাই স্বজন গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে কামাল মিয়া বলেন, আমিও কিছুদিন আগে বিপ্লব স্টোর থেকে হীরা ২ ধান বীজ ক্রয় করেছিলাম আমার ধান সব নষ্ট হয়ে গেছে। ধান থেকে কোন চারা গজায়নি।
এ ব্যাপারে বিপ্লব স্টোরের প্রোপাইটার প্রদীপ কে জিজ্ঞেস করলে, তিনি বলেন কোম্পানি থেকে ক্রয় করে এনেছি, এর বেশী আমি কিছু জানি না।কোম্পানির নাম জিজ্ঞেস করলে বলেন, গণ চীনের হাইব্রিড সুপ্রিম সীড কোম্পানি।