জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইর মাদনা বাজারে অবৈধভাবে ঘর নির্মাণ, প্রশাসনের হস্তক্ষেপ

বিল্লাল আহমেদ: লাখাই উপজেলার মাদনা বাজারে সরকারি খাস জায়গা অবৈধভাবে জোরপূর্বক দখল করে নির্বাচনের প্রচারণা ক্লাবের নামে সরকারি জায়গা দখল করে টিনশেড ঘর নির্মাণ করে দোকান ঘর তৈরি করার অভিযোগ উঠেছে।

উপজেলার ৬ নং বুল্লা  ইউনিয়নের মাদনা বাজারে এক প্রভাবশালী ব্যক্তি  এই ঘরটি নির্মাণ করেছেন।

এলাকাবাসী অভিযোগ করে জানান, সম্প্রতি হাওরাঞ্চল বেষ্টিত  বুল্লা  ইউনিয়ন  মাদনা বাজারে সরকারি খাস  জায়গা   জোরপূর্বক দখল করে দোকান ঘর নির্মাণ করছে এতে করে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। ব্যবসায়ীরা মনে করেন তার দেখাদেখি অন্যান্যরাও বাজারে থাকা সরকারি খাস জায়গায় আরো দখল করতে পারে।

গত বুধবার  ২৭ ডিসেম্বর   বিকেলে ওই এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, সরকারি ওই খাস জায়গায় একটি নতুন টিনের দোকান ঘর নির্মাণ করা হচ্ছে।

অবৈধ ভাবে দখল করে ঘর নির্মাণ করেছে বেগুনাই গ্রামের হাসান তালুকদার উপরে ইয়ার হোসেন নির্বাচনী অফিস ঘরের নামে দখল করে  কৌশলে  ঘর নির্মান করছে।

ঘর নির্মাণের খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে সরজমিনে গিয়ে সত্যতা পান এবং তা বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন বুললা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী তহশিলদার আব্দুল মালেক ও আব্দুল সালাম।

তারা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানাও সহকারি কমিশনার ভূমি মাসুদুর রহমান স্যারের নির্দেশে বুল্লা ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী তহশিলদার আব্দুল মালেক ও আব্দুল সালাম সরজমিনে গিয়ে ঘর নির্মাণের সত্যতা পায়, এবং আগামী দুই দিনের মধ্যে ভেঙে নেওয়ার জন্য বলা হয়েছে।

স্হানীয়রা জানান,  এভাবে যদি বাজারে খাস জায়গা দখল করে দলীয় নাম ভেঙ্গে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে যার যার মতো চলতে থাকে তাহলে একদিন দেখা যাবে বাজারে যে ফাঁকা জায়গা রয়েছে তা আর থাকবে না । কোন সময় কে দোকান নির্মাণ করে বসে বলা যায় না।

এ ব্যাপারে বুল্লা  ইউনিয়ন  ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা  আব্দুল মালেক জানান, আমি সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান স্যারের নির্দেশে সরজমিনে গিয়ে দেখা যায় ঘর নির্মাণ করা হয়েছে তিনি আরো বলেন ঘর নির্মাণকারী হাসান তালুকদার সাথে মোবাইল ফোন আলাপ করে বলা হয়েছে আগামী দুই দিনের মধ্যে নিজ উদ্যোগে ঘরটি ভেঙে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । ঘরের মধ্যে লাল নিশান চিহ্নিত করে দেওয়া হয়েছে।

এদিকে ৩১ ডিসেম্বর মাদনা বাজারে সরকারি জায়গায় ঘর নির্মাণের বিষয়ে সরজমিনে গিয়ে ঘর নির্মাণ করা হয়েছে দেখতে পাই তারপর স্যারের নির্দেশে আমরা ওই ঘরটি তে লাল পতাকা দিয়ে আসি।

এ ব্যাপারে দোকার ঘর নির্মানকারী হাসান তালুকদার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইলটি রিসিভ না করার কারণে তার বক্তব্য নেওয়ার সম্ভব হয়নি।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমানের সাথে আলাপ হলে তিনি জানান, অবৈধভাবে ঘর টি নির্মাণ করা হয়েছে আমাদের প্রতিনিধি দিয়ে ঘরের মধ্যে লাল নিশান দিয়েছি এবং আগামী দুই দিনের মধ্যে নির্মাণকারী ব্যক্তিকে তার নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যতায় আইনগতব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা  জানান, সরকারি খাস জায়গায় ঘর নির্মাণ করার কারণে সহকারী কমিশনার ভূমি ও ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার গানের সরজমিনে গিয়ে সরকারি খাস জায়গায় ঘরটি নির্মাণ করার কারণে তারা লাল নিশান চিহ্নিত করেছে এবং উচ্ছেদ করার জন্য বলা হয়েছে।
নির্দেশ অমান্য করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।