জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ের বুল্লাবাজারে নেই বর্জ্য ব্যাবস্থাপনা, নির্বিকার সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ

লাখাই উপজেলার প্রাণকেন্দ্র খ্যাত ক্রমবর্ধমান বুল্লাবাজারে প্রায় পাঁচ শতাধিক ছোটবড় ব্যবসা প্রতিষ্টান রয়েছে। এছাড়া রয়েছে কাঁচা বাজার, মাছের বাজার ও বাঁশের হাট। বাজারে রয়েছে বিভিন্ন ধরনের উৎপাদনমুখী ছোট ছোট কারখানাও।

এ সকল দোকান, কারখানা, শাকসবজি, ফলের দোকান, মৎস্য বাজারের নানা ধরনের আবর্জনা ফেলার জন্যে নেই কোন সুনির্দিষ্ঠ স্থান। তাই দোকানীরা যে যার মতো করে আবর্জনা, অব্যবহৃত দ্রব্যাদি যত্র তত্র ফেলে থাকে।

কেউবা বাজারের পাশদিয়ে বয়ে চলা সুুতাং নদীতে, কেউবা প্বার্শবর্তী খালে, বাজারের প্রবেশ পথের পাশেও আবর্জনা ফেলছে। দীর্ঘদিন যাবৎ বাজারের বিভিন্ন স্থান ময়লা আবর্জনা ফেলে স্তূপীকৃত করে রাখলেও তা অপসারনের কোন কার্যকরী উদ্যোগ লক্ষনীয় নয়।

এভাবে বছরের পর বছর ময়লা আবর্জনা জমতে জমতে এ স্থানগুলো যেন আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে। আর এসব আবর্জনার ভাগাড় থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষিত হচ্ছে বাজারের পরিবেশ। এমন দুর্গন্ধময় স্থানে চলাচলে ক্রেতাসাধারণের নাকেমুখে রুমাল দিয়ে চলতে হচ্ছে।

বাজারের এমন বেহাল অবস্থায় ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি চরমে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেন তা দেখার কেউ নেই। এদিকে বাজারের প্রধান প্রধান সড়ক ও অলি-গলি গুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝাড়ু দেওয়ায় বিধান থাকলেও নেই কোন ঝাড়ু ধার।

সরেজমিন বুল্লাবজার পরিদর্শনে দেখা যায় বাজারের শাহবায়েজিদ সড়কের আমিন মার্কেট সংলগ্ন পূর্বপাশে, সিংহগ্রাম সড়কের পশ্চিমাংশের খালে, ধানহাটের ঘাটলার সন্নিকটে, মাল্টি পারপাস সেডের সামনে, উইমেনস্ কর্নারের পাশে, গনশৌচাগারের সন্নিকটে ময়লা আবর্জনা স্তূপীকৃত রয়েছে। এতে তীব্র দূর্গন্ধ ছড়াচ্ছে।

এছাড়াও বাজারের অভ্যন্তরীন সকল রাস্তায় ও অলি-গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সাথে আলাপকালে তিনি জানান, বাজারের ইজারাদারের দায়িত্ব বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নিয়মিত ঝাড়ু দেওয়ার ব্যাবস্থা করা। আমি বিষয়টি দেখছি।