জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে আত্নহত্যা করল এসএসসি পরীক্ষার্থী

হবিগঞ্জের লাখাইয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ফেল করায় রাগে ও অভিমানে মণি আক্তার (১৮) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার (৩১ মে) বেলা দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।

আত্মহনন কারী মণি আক্তার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের জামাল মিয়ার মেয়ে। সে মাদনা এসইএসডি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশ নেয়।

তার পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে এসএসসি ও সমমানের পরিক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফল দেখার পর সে ফেল করায় রাগে ও অভিমানে পরিবারের সকলের অগোচরে বিষপান করে চটপট করতে থাকে। বিষয়টি পরিবারের লোকজন আচঁ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মণিকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।