লাখাইয়ে আল- খিদমাহ রক্তদান সোসাইটি – হবিগঞ্জের আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী- ২০২২ অনুষ্টিত।
শনিবার (১৪ মে/২০২২) সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জ জেলা ভিত্তিক ফ্রি রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী জেলাধীন উপজেলার লাখাই মুুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজ হলরুমে সোসাইটির সভাপতি কাজী মঈনুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইব্রাহিম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
বক্তব্য রাখেন বামৈ ইউ/পি চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক।
ফ্রি- রক্তের গ্রুপ নির্নয়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি তে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচীর মাধ্যমে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে বলে জানান সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মইনুল ইসলাম।