অদ্য ২১ শে সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৩ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লাখাই থানা পুলিশের একটি দলের সহযোগিতায় বামৈ বাজার এলাকায় আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য (চোলাইমদ) সংরক্ষণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া বামৈ বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক মূল্যে পেঁয়াজ বিক্রয় করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি মামলায় একজনকে ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
একটি দোকানে যথাযথভাবে মূল্য প্রদর্শন এবং তালিকায় মূল্য অনুযায়ী পন্য বিক্রয়ের জন্য দোকানীকে ধন্যবাদ জানানো হয়।