লাখাইয়ে স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। বুধবার সকালে লাখাই থানা পুলিশ নিহত অঞ্জনা রাণী সূত্রধর (২৮) এর রক্তমাখা লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার মুড়াকড়ি গ্রামের মৃত হরিচরন বণিকের পুত্র নিতেশ বনিক ৩ বছর আগে বিয়ে করে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের শ্রী হরি সূত্রধরের কন্যা অঞ্জনা রাণী সূত্রধরকে। বিয়ের পর তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। যার নাম নিতেন্দ্র বণিক (১)।
সম্প্রতি তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। প্রায়ই তার স্বামী কারনে অকারনে তাকে নির্যাতন করতো৷ বিষয়গুলো ফোনে তার ভাই সুজিত সূত্রধরকে জানাতো।
গত মঙ্গলবার রাতে অঞ্জনাকে স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করে৷ বিষয়টি সে ফোনে তার ভাইকে জানায়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গভীর রাতে খবর পাওয়া যায় অঞ্জনা মারা গেছে।
লাখাই থানাকে বিষয়টি অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে। এসআই আব্দুল মন্নান লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। ঘটনার পর থেকে ভ পরিবারের অন্যান্য লোক আত্মগোপন করে তবে সকালেই পুলিশ অভিযান চালিয়ে নিতেশ বণিককে আটক করেছে।
লাখাই থানার ওসি (তদন্ত) জানান, কেউ এখনো মামলা করেনি। আটক স্বামী নিতেশকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ছাড়া লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পোষ্ট মর্টেম রিপোর্ট এলে মৃত্যুর কারণ আরও নিশ্চিত হওয়া যাবে। মামলা দিলে ব্যবস্থা নেয়া হবে।