জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে করোনায় মৃত্যৃ হলে দাফন-কাফনের জন্য টিম গঠন

সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতি মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। বাংলাদেশে ও তার প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। এই ছোঁয়াছে রোগ করোনার কারণে মৃত ব্যক্তিদের লাশ দাফন-কাফনে যখন এদেশে প্রশাসন ও পুলিশ প্রশাসনই করছে।  তাই জানাজা ও দাফন-কাঁফনে কেউ  ভয়ে  এগিয়ে আসেন না ঠিক তখন-ই হবিগঞ্জের লাখাইয়ের একঝাঁক তরুনদের সমন্বয়ে করোনা ভাইরাসে মৃত হলে লাশ দাফন- কাঁফনের  জন্য একটি টিম গঠন করা হয়। টিমটি ৬ সদস্যের।

FB IMG 15868619203686157
ছবিতে ৬ সদস্যের টিম।

৬ সদস্যের টিমের নাম ও মোবাইল নাম্বারের  তালিকা নিম্নে দেওয়া হলো:

১- মোঃ মুজিবুর রহমান – মোবাইল ০১৭৭১-৮৬৭৪৪৬, ০১৯৭১-৮৬৭৪৪৬ ।

২- আব্দুর রাজ্জাক – ০১৭৮৮-৮৮৪৪১৪ ।

৩- মোঃ খালিকুজ্জামান – ০১৭১৯-৩৪০১৪৬ ।

৪- দেওয়ান মোজাহিদ – ০১৮২১-৯২৭৪৫৭।

৫- মোহাম্মদ সোহাগ মুন্সি – ০১৭১১-৩৬৭৮২৬ ।

৬- দেওয়ান মোঃ শিব্বির আহম্মেদ – ০১৮৫৬-৬৮৬২২০৷

এই টিমটিকে লাখাই  উপজেলা নির্বাহী  কর্মকর্তা এবং লাখাই উপজেলার  অফিসার ইনচার্জ অনুমতি দিয়েছেন।

উক্ত টিমের সদস্য মোঃ খালেকুজ্জামান হবিগঞ্জ নিউজ কে জানান তারা আল্লাহকে খুশি করার জন্য এটা করেছেন এবং মানুষের মধ্যে থেকে  যেনো আতংক দূর হয়।