হবিগঞ্জের লাখাইয়ে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষিতে যান্ত্রিকীকরনের লক্ষে কৃষক দলকে পি,টি,ও,এস যন্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ১৫ জুন বিকালে লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এর মাধ্যমে লাখাইয়ে তেলজাতীয় ফসল উৎপাদন প্রকল্পের আওতায় এ প্রকল্পাধীন কৃষক দলের মধ্য থেকে বাছাইকৃত দল পূর্বসিংহগ্রাম তেলজাতীয় ফসল উৎপাদন দলকে একটি পি,টি,ও,এস যন্ত্র বিনামূল্যে প্রদান করা হয়।
কৃষি যন্ত্র হস্তান্তর কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য,সাইফুল ইসলাম সহ কর্মকর্তাগন এবং কৃষক দলের সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুছ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন এবং কৃষক দলের সদস্যবৃন্দ।