লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহীতাদের উপছেপড়া ভিড়। টিকাদান কার্যক্রমের শুরুতে টিকা গ্রহনে অনাগ্রহ থাকলেও ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন হওয়ার পর থেকে টিকা গ্রহনে জনগনের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। গত ৭ জুলাইয়ের পর থেকে যতই দিন গড়িয়ে যাচ্ছে ততই টিকা গ্রহীতাদের ভিড় বেড়েই চলেছে। টিকা গ্রহীতাদের টিকা গ্রহনের নিমিত্তে ইতিমধ্যে মঙ্গলবার (১০ আগষ্ট) পর্যন্ত নিবন্ধন করেছে ২১,১৮০ জন নারী পুরুষ। উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, ১০ আগষ্ট পর্যন্ত ১ম ডোজের টিকা প্রদান করা হয়েছে ৯,১৩৭ জন নারী পুরুষকে। মঙ্গলবার (১০ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান টিকাদান কার্যক্রমে ১,৩৪৭ জন পুরুষ এবং ৮৩৮ জন নারীকে টিকা প্রদান করা হয়েছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, টিকা গ্রহীতাদের দীর্ঘ লাইন। টিকা গ্রহীতারা সুশৃঙ্খল ভাবে টিকা নিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন ৪ পুলিশ সদস্য।
টিকাদান কার্যক্রম পরিদর্শন করছেন চলমান লকডাউন নিশ্চিতে নিয়োজিত সেনা সদস্য ও সহকারী কমিশনার ( ভুমি) মোঃ রুহুল আমিন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল বলেন টিকা গ্রহনে জনগনের সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
আজ মঙ্গলবার পর্যন্ত প্রথম ডোজের টিকা প্রদান শেষ।পরবর্তী নির্দেশনা আসলে টিকা বরাদ্দ সাপেক্ষে ১ম ডোজের টিকা আগামী ১৪ই অগাস্ট পুনরায় প্রদান করা হবে। তবে যারা দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান তাদের ২য় ডোজের কোভিশিল্ড টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে। উল্লেখ্য, দ্বিতীয় ডোজের কোভিশিল্ড টিকা ২,০৭০ জনকে প্রদান করা হবে।