জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

আমরা কন্যা শিশু,প্রযুক্তিতে সমৃদ্ধ হবো,ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে  ম্যাজিস্ট্রেট  আয়োজিত আলোচনা সভা দুপুর ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।যুব উন্নয়ন অফিসার মোহাম্মাদ শাহজাহান এর উপস্থাপনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহকারী মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন।

সভায় বক্তাগন বলেন কন্যা শিশুকে সুশিক্ষিত করে তুলতে হবে।সন্তানকে সন্তান হিসাবেই বিবেচনা করুন।পুত্র সন্তান ওকন্যা সন্তানের মাঝে বৈষম্য শুরু হয় পরিবার থেকেই।তাই এ বৈষম্য দূরীকরনে পরিবারের সদস্যদের ইতিবাচক ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।