জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে জাতীয় ভোটার দিবস ২০২২ উদযাপিত

লাখাইয়ে ” মুজিব বর্ষের অঙ্গিকার,রক্ষা করব ভোটাধিকার”এ প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয়েছে জাতীয় ভোটার দিবস২০২২।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত ” বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুর১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাইদুল ইসলাম।

নির্বাচন অফিসার মোশারফ হোসেন খান এর সন্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে,লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দীন,যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান,মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, সমবায় অফিসার ইসমাইল তালুকদাররাহী,লাখাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুল কাসেম,সহকারী মৎস্য অফিসার বোরহান উদ্দীন,সিনিয়র সাংবাদিক এম,এ ওয়াহেদ,ভেটেরিনারি সার্জন ডাঃ শাহাদাত হোসেন,মহিলা বিষয়ক অফিসার পিয়ারা বেগম।সভায় প্রধান অতিথি এডভোকেট মুশফিউল আলম আজাদ বলেন যাদের ভোটার হওয়ার বয়স ১৮ পূর্ন হয়েছে তারা যেন যথাসময়ে নির্ভূল ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে সে ব্যাপারে নির্বাচন অফিসের কার্যক্রম জোরদার করতে হবে।

ভোটারাধিকার রক্ষায় ঐক্য বদ্ধ প্রয়াস অব্যাহত ও ভোটারদের সচেতনতা সৃষ্টি করতে হবে।পূর্বান্হে একটি বর্ণাঢ্য র্্যালী উপজেলার প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।