সারাদেশের ন্যায় লাখাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্র্যালী, সনদ বিতরন, ঋনের চেক বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১ নভেম্বর ২০২১) দুপুরবেলা বর্ণাঢ্য র্র্যালী পরবর্তী আলোচা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও ক্রেডিট সুপারভাইজার সাদেকুর রহমান এর সন্চালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।
শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন আব্দুল করিম, গীতা পাঠ করেন অর্জুন চন্দ্র দেব।
স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান।
বক্তব্য রাখেন মাধ্যমিক জীবন কুমার দে,মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই রিপোর্টারস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টারস ইউনিটির সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই অনলাইন প্রেসক্লাব আতাউর রহমান ইমরান, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, উদ্যোক্তা এস এম মুজাহিদ প্রমুখ।
আলোচনা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত যব ও যুব মহিলার মাঝে সনদ, ঋন গ্রহীতাদের মাঝে ঋনের চেক এবং সফল যুব সংগঠন কে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন অতিথি বৃন্দ।