জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে সোমবার (১৫ আগষ্ঠ /২২) সকাল ৯-০০ ঘটিকায় উপজেলা প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যূরাল এ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাইদুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম সহ বিভিন্ন দপ্তররে কর্মকর্তাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ এর নেতৃত্বে একটি বিশাল শোকর্যালী উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সকাল১০-৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্টিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে ও ভ্যাটেরিনারী সার্জন ডাঃ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ,বিষেশ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।শুরুতে পবিত্র কোরান থেকে মাওঃ শফিকুল ইসলাম,গীতা পাঠ করেন গৌতম কুমার রায় ।

received 860279551620033

আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান,থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাইদুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম,লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ।দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোতায় অংশ গ্রহণকারীদের মধ্যে ১ ম,২ য়,৩ য় স্থান অধিকারীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়।মোনাজাত পরিচালনা করেন মাওঃ শফিকুল ইসলাম।