হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে পিতা পুত্র সহ ৫ আসামী গ্রেপ্তার করেছে লাখাই থানার পুলিশ।
লাখাই থানা সুত্রে জানা যায় মঙ্গলবার ( ২ আগষ্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত ও নিয়মিত মামলার আসামীদের কে গ্রেপ্তার করা হয়েছে ।
উপজেলার মশাদিয়া গ্রামে এ এস আই আবেদ আলী ও এ এস আই আব্দুল কদ্দুছ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে মৃত আঃ ছওারের ছেলে ছপিল মিয়া(৬০) ও তার ছেলে মোঃ ফারুক মিয়া(৩৬) ও অপর এক অভিযানে এস আই সোহাগ ফকির নেতৃত্বে মধ্য সিংহগ্রামে অভিযান চালিয়ে মৃত রাজা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও তার ছেলে রাসেনুর ইসলাম প্রকাশ রানা মিয়া (২৮) এবং হাছানুর রহমান (২০) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বুধবার (৩ আগষ্ঠ)আসামীদের কে হবিগঞ্জে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামী গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম নিশ্চিত করেছেন।