লাখাই টমটম অটোরিকশা খাদে পড়ে মহিলাসহ আহত ৩। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জানা যায়, সোমবার (২৮ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সিংহগ্রাম হতে যাত্রী নিয়ে বুল্লা বাজারে আসার পথে হবিগঞ্জ লাখাই সড়কের পূর্বসিংহগ্রাম ব্রিজ সংলগ্ন স্থানে যাত্রী নিয়ে ব্রিজের নীচে পড়ে যায়, এতে সিংহ গ্রামে আমেনা বেগম(৪০) খায়রুননেছা (৩৫) এবং এক শিশুসহ ৩জন গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ফাকা রাস্তায় বেপরোয়া গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী নিয়ে টমটমটি ব্রিজের নীচে পড়ে যায়। তারা আরো বলেন, ইদানীং টমটম গুলো রাস্তায় বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হয়। এতে করে সাধারণ মানুষের মাঝে ভয়ের সৃষ্টি হয়েছে।