লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষের সময় পুলিশ আহতের ঘটনায় প্রায় ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে লাখাই থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে ৪৫ জনের নামসহ দেড় শতাধিক লোককে অজ্ঞাত করে মামলাটি দায়ের করেন।
এর আগে বুধবার দুপুরে করাব গ্রামের নয়াবাড়ির শাহিদ মিয়ার ছেলে মুর্শেদ মিয়ার সাথে পাওনা নিয়ে মোল্লা বাড়ির ফখরুদ্দিনের ছেলে শিমুল মিয়ার ঝগড়া হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষকারীদের আক্রমণে ১০ পুলিশ সদস্য হয়েছেন।