বুধবার (১৯ মে) বিকাল ৩ টায় লাখাই উপজেলার স্থানীয় বুল্লাবাজারে লাখাইয়ে কর্মরত ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে লাখাই প্রেস ক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়।
লাখাই অনলাইন প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান ইমরান এর সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, সমাজ সেবক ও ঢাকাস্থ লাখাই থানা প্রবাসী জন জন কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সুতাং বাচাও আন্দোলনের আহবায়ক মাহবুব আলম মালু, সাংবাদিক ফোরাম সভাপতি সুশীল চন্দ্র দাস, লাখাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আশীষ দাস গুপ্ত, রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, অনলাইন প্রেস ক্লাব সাধারন সম্পাদক সূর্য্য রায়, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন আহমেদ রিপন, অনলাইন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন মোল্লা, রিপোর্টাস ইউনিটির যুগ্ম সম্পাদক শাহ আমজাদ হোসেন নয়ন, আদর্শ সাহিত্য পাঠাগারের সম্পাদক তাফাজ্জুল হক ,অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সানী চন্দ্র বিশ্বাস, অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনর উদ্দিন মনির সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় বক্তাগন প্রথম আলোর জেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে পরিকল্পিত ভাবে হেনস্থা, সাজানো মামলা দিয়ে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির জোর দাবী জানানো হয়।