লাখাইর বুল্লা বাজার ব্যবসায়ী কল্যান সমিতি (ব্যকস) এর নির্বাচন – ২০২২ এর নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (পহেলা এপ্রিল) বুল্লা ইউনিয়ন পরিষদ মিলনায়তন কেন্দ্রে সকাল ১০ হইতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।
ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফলে জানা যায় ৬৫৫ জন ভোটারদের মধ্যে ৬১৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
গননা শেষে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
ঘোষিত ফলাফল বিবরণীতে জানা যায় সভাপতি পদে আশিক আহমেদ রাজিব (চেয়ার) ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বাদশা মিয়া (ছাতা) পেয়েছেন ২৪৫ ভোট।
সাধারন সম্পাদক পদে মোঃ জুনাঈদ চৌধুরী (হরিণ) ও আসাদুজ্জামান চৌধুরী সোনাই (মোরগ) উভয় প্রার্থী ২১৯ করে পাওয়ায় লটারীর মাধ্যমে বিজয়ী হয়েছেন মোঃ জুনাঈদ চৌধুরী (হরিণ)।
সাংগঠনিক সম্পাদক পদে ২৮২ ভোট পেয়েবিজয়ী হয়েছেন মোঃ সাজিদ মিয়া (ভ্যানগাড়ি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রানকৃষ্ণ কর্মকার (টিউব ওয়েল) পেয়েছন ২৭৬ ভোট।