হবিগঞ্জের লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত ও অর্থদন্ড প্রদান।
আজ ২৩ মে রবিবার দুপুর ১ টায় উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দোকানের সামনে তেলের ড্রাম রেখে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখার দায়ে ০২ দোকানীকে ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া আসন্ন বর্ষাকালে কারেন্ট জালের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে বাজারের বিভিন্ন জাল বিক্রির দোকানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানকালে কারেন্ট জাল কোন দোকানে পাওয়া যায়নি এবং ভবিষ্যতে কারেন্ট জাল বেচাকেনা না করার বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা।
অভিযানে সর্বাত্তক সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার ও তার সঙ্গীয় টিম।