জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

লাখাই উপজেলার করাব, বুল্লা ও বামৈ ইউনিয়নে প্রায় চার হাজার মানুষের মাঝে সরকারি সহায়তার টাকা বিতরণ করেছেন সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এ সহায়তা বিতরণ করেছেন।
সহায়তা বিতরণের পৃথক তিনটি অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় প্রায় চার হাজার উপকারভোগীর হাতে নগদ ৪৫০ টাকা করে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি করোনা পরিস্থিতে সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালনের মধ্য দিয়ে একে অন্যের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।

অনুষ্ঠানগুলোতে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল হাই কামাল, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমদ দুলদুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।