করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় লাখাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শনিবার (২৪জুলাই) কঠোর লকডাউনের ২য় দিনে উপজেলার বিভিন্ন হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং।
এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারা, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারায় মোট ৫টি মামলায় ৫ জনকে মোট ৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
এছাড়া সকলকে মাস্ক পরিধানে উদ্ধুদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়।