লাখাইয়ে শহীদ শেখ রাসেল এর ৫৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে লাখাইয়ে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) উপজেলা প্রসাশনের আয়োজনে সকাল ৭ ঘটিকায় শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতি তে পুষ্পান্জলী অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
পরে এক আলোচনা সভা উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে এর সন্চালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। আলোচনায় অংশ নেন সহকারি কমিশনার ( ভূমি) রুহুল আমিন,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,পরিবার পরিকল্পনা অফিসার গৌতম রায়, কৃষি অফিসার শাকিল খোন্দকার, মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, আব্দুল মতিন,আবুল কাসেম প্রমুখ।
সভায় উপস্থিত বক্তৃতা ও প্রোগ্রামিং কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্রছাত্রী দের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।