লাখাইয়ে বুধবার (৫ জানুয়ারী) সকাল ৮ ঘটিকায় হবিগঞ্জ – মোড়াকড়ি সড়কের জিরুন্ডা গ্রাম সংলগ্ন এলাকায় সি এন্ডজি চালিত অটোরিকশা, পাউয়ারটিলার ও ইজিবাইক এর ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিনজন আহত।
প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায় উপজেলার স্থানীয় বুল্লা বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশা চালক মাজ্জুন মিয়া মোড়াকড়ি যাচ্চিলেন। পথিমধ্যে জিরুন্ডা গ্রাম সংলগ্ন এলাকায় পৌছ্লে পিছনদিক থেকে একটি পাওয়াটিলার অপর একটি ইজিবাইক কে ওভারটেক করতে গিয়ে সামনের অটোরিকশার সাথে ধাক্কা লাগে।
এতে অটোরিকশার চালক মাজ্জুন মিয়া(৪০) ও পূর্ববুল্লা গ্রামের আমীর আলীর পুত্র ফকরুল(২২) ও ইদ্রিস আলীর কন্যা সৃষ্টি আক্তার(৮) আহত হয়।আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।গুরুতর আহত মাজ্জুন মিয়াকে হবিগঞ্জ আধুনিক ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এদিকে দূর্ঘটনার সংবাদ পেয়ে লাখাই থানা পুলিশ গাড়ি ৩ টিকে জব্দ করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে লাখাই থানার ডিউটি অফিসার মিঠুন গাড়ি আটকের বিষয়টি নিশ্চিত করেন।