হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ বাজার হাসপাতাল রোডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দুইজন ব্যক্তি গাঁজা বহন ও বিক্রয়কালে হাতেনাতে আটক করা হয়।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (ক) (খ) ধারা লঙ্ঘন করায় একই আইনের ৩৬ (১) ২১ ধারায় একজনকে ১০০/- টাকা অর্থদণ্ড ও ০৯ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর জনকে ১০০/- টাকা অর্থদণ্ড ও ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এরপর জব্দকৃত গাঃজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরমোঃ নজীব আলী।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং বলেন, যুব সমাজ হতে মাদক নির্মূল করতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।