বিল্লাল আহমেদ: ১৫ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ১০ঘটিকার সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বৃহত্তর সিলেটে বিভিন্ন উপজেলায় ঘর নির্মাণের যে মানবিক প্রকল্প গ্রহণ করা হয় সেই প্রকল্পের অংশ হিসেবে লাখাই উপজেলার হত দরিদ্র আবু সাঈদ কেএকটি ঘর বরাদ্দ দেওয়া হয়। এই ঘর নির্মাণের কাজ সম্প্রতি শেষ হয়। আজ জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে আবু সাঈদের হাতে ঘরের মালিকানা হস্তান্তর করা হয়।
জালালাবাদ এসোসিয়েশনের ঢাকা কাওরান বাজার প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্স ও টেলি কনফারেন্স এর মাধ্যমে হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করা হয়।
এই কনফারেন্সে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি কয়েস সামী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, এসোসিয়েশনের সহ-সভাপতি (জালালাবাদ) ও পুনর্বাসন উপ কমিটির আহবায়ক জগলুল পাশা, সহ-সভাপতি ও সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, আজীবন সদস্য মাহবুব আলম মালু ও আজীবন সদস্য এবং ঢাকা কলেজের ছাত্র মোহাম্মদ সাদনান তাজ আপন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এই উপলক্ষে মানপুর এলজিইডি সড়কে দরিদ্র আবু সাঈদের বাড়িতে একটি ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য মোঃ আব্দুল হান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের আজীবন সদস্য তোফাজ্জল হক লাখাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল আহমেদ । এছাড়া স্থানীয় মানবাধিকার কর্মী ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
এসোসিয়েশনের পক্ষে মোঃ আব্দুল হান্নান association এর লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিগণ জানালাবাদের এই জননন্দিত প্রকল্প গ্রহণ করায় এবং অসহায় আবু সাঈদকে উপহার দেওয়ায় জালালাবাদ এসোসিয়েশনের তথা সংস্থার সভাপতি সাধারণ সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানানো হয়।