লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এ ৭০ বছর বয়সের জুরা মিয়া নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মা জানান, বৃহস্পতিবার মাগরিবের আজানের পর বাড়ির পাশের ধানের খলায় বাবাকে ভাত দিতে গিয়েছিল শিশুটি। পরে ফেরার পথে বৃদ্ধ জুরা মিয়া শিশুটিকে ডেকে অন্য একটি ধানের খলায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। পরে রাত ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান হাসপাতালে গিয়ে শিশুটির সঙ্গে কথা বলেন।