লাখাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে হাফেজ বশির আহমেদ ও তার পরিবারকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও ঈদ উপহার দেওয়া হয়েছে ।
উপজেলা প্রশাসন লাখাইর পক্ষ হতে হাফেজ বশির আহমেদ ও তার পরিবারকে ঈদের শুভেচ্ছা ও ঈদ উপহার দেওয়া হয় ।
উল্লেখ্য পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে হেফজুল কোরআন প্রতিযোগিতায় ২০২১ এ প্রথম স্থান অর্জন করেন হাফেজ বশির আহমেদ প্রথম স্থান অধিকারী হিসেবে পুরস্কার হিসেবে পেয়েছেন ৪ লক্ষ টাকা ও সনদপত্র এনটিভির কুরআনের আলো প্রতিযোগিতা অনুষ্ঠান থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
হাফেজ বশির আহমেদ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বেগুনাই গ্রামের বাসিন্দা ও জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুর রশিদ এর পুত্র।