হবিগঞ্জ লাখাই থানার নারী শিশু নিয়মিত মামলার আসামীকে মাধবপুর থেকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
লাখাই থানা সুত্রে জানা যায়, ২০২১ সালে হবিগঞ্জ নারী শিশু বিজ্ঞ আদালতের আদেশে লাখাই থানায় অপহরনের মামলা রুজু করা হয় যার মামলা নং ৬(১২) ২০২১ইং।
এর প্রেক্ষিতে বুধবার (২৩ মার্চ) দিবাগত গভীর রাতে লাখাই থানার এস আই দেবাশিষ তালুকদার, এস আই শুভ চন্দ্র সাহা, এস আই জহির আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মাধবপুর থানার সার্বিক সহযোগিতায় মাধবপুর থানাধীন উওর বরাগ গ্রামে আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে আনোয়ারুল ইসলামের ছেলে এনামুল হক তালুকদার (২৪) কে গ্রেপ্তার করে লাখাই থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার(২৪ মার্চ) হবিগঞ্জ সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে লাখাই থানার ওসি সাইদুল ইসলাম গ্রেফতার এর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।