লাখো মুসল্লীর উপস্থিতিতে দেশের প্রখ্যাত আলেম হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জীর নামাজে জানাজা সম্পূর্ণ হয়।
তার নিজ প্রতিষ্ঠিত হবিগঞ্জের উমেদনগরে জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা ময়দানে আজ সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় জানাজা। জানাজায় ইমামতি করেন হুজুরের বড় সাহেবজাদা হাফেজ মাওলানা মসরুরুল হক্ক।
জানাজার শেষে হুজুর কে দাফন করা হয়েছে তার নিজ মাদ্রাসায়।
উল্লেখ উক্ত মাদ্রাসার মুহতামিম হিসেবে হুজুরের বড় ছেলে কে দায়িত্ব দেয়া হয়।
আল্লামা হবিগঞ্জীকে শেষবারের মতো দেখতে লাখো জনতা উপস্থিত হয়েছিল জানাজার মাঠে।
মাঠে জায়গা না পেয়ে মুসল্লীরা রাস্তায় জানাজার নামাজ আদায় করেন।
তার জানাজায় অংশ নিতে জনস্রোতে পরিণত হয় হবিগঞ্জের উমেদনগর মাদরাসা মাঠ এবং পুরো হবিগঞ্জ।
জানাজায় স্থানীয় আলেমরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন হাজারো আলেম ও ছাত্র-জনতা।
জানাজায় অংশ গ্রহণ করেন সিলেটের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক জনাব কামরুল হাসান এবং সাবেক মেয়র জিকে গউছ এবং স্থানীয় নেত্রীবৃন্দ।
হবিগঞ্জের এই আলেম গতকাল শনিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে চার ঘটিকায় মারা যান।