বাসায় বসে পবিত্র শবে বরাতের ইবাদত করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। আগামী বৃহস্পতিবার রাতে সারা দেশে শবে বরাত উদযাপিত হবে। করোনাভাইরাসের প্রদুর্ভাবের মুহূর্তে সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে।
পবিত্র শবে বরাতের রাতে মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়, ওয়াজে অংশ নেওয়া, নফল নামাজ আদায়, দোয়ায় অংশ নেওয়া, কবর জিয়ারতসহ বিভিন্ন ইবাদত করেন। বায়তুল মোকাররমেও ওয়াজ, রাতব্যাপী ইবাদত ও দোয়ার আয়োজন করা হয়ে থাকে।
কিন্তু আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার ঘরে ইবাদতের পরামর্শ দেওয়া হয়েছে।
ইফা মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, ‘এই সংকটকালীন পরিস্থিতিতে দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত করোনাভাইরাস সম্পর্কিত দিক-নির্দেশনামূলক বক্তব্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত নির্দেশনা মান্য করে ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ নিজ বাসস্থানে বসে পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।’
মহাপরিচালক আরো বলেন, ‘দেশে করোনাভাইরাসের বিস্তৃতি রোধকল্পে সরকার সব সরকারি বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।’
‘সব ধরনের সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সবাইকে হোম কোয়ারেন্টিন পালন করতে কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও মসজিদে জুমা ও পাঁচ ওয়াক্তের ফরজ নামাজে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত রাখার আহ্বান করা হয়েছে। অজু, নফল ও সুন্নত নামাজ বাসায় আদায় করার অনুরোধ করা হয়েছে।’
এর আগে দুই দফায় আলেমদের সঙ্গে বৈঠক করে ইসলামিক ফাউন্ডেশন মুসল্লিদের ঘরে নামাজ আদায়ের পরামর্শ দিয়ে মসজিদে মুসল্লি উপস্থিতি সীমিত রাখার আহ্বান জানায়। করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা করেন এমন ব্যক্তিসহ সবধরনের অসুস্থ, বয়স্ক, শিশু ও বিদেশফেরতদের মসজিদে যেতে বারণ করে।