হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় মোটর সাইকেল স্টার্ট দিতে গিয়ে বিদ্যুতের প্লাগ ছুটে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে টিটু মিয়া (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।
জানা গেছে সে সদর উপজেলার পইল গ্রামের রতন মিয়ার পুত্র। মঙ্গলবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে। সে বেবিষ্ট্যান্ড এলাকার একটি মোটর সাইকেলের সার্ভিসিং সেন্টারে মেকানিকের কাজ করে। এ সময় একটি মোটর সাইকেল স্টার্ট দিতে গিয়ে প্লাগ ছুটে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। ঘটনাস্থল থেকে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।