জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শহরে ছাত্রদল নেতা সৈয়দ আশরাফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

শহরে ছাত্রদল নেতা সৈয়দ আশরাফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩ জুন রোজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এই বিক্ষোভ মিছিলটি হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের বর্বর হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও হবিগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ আশরাফ আহমেদ এর নেতৃত্বে হবিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।