জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শহরে ভূয়া মেজর পরিচয় দিয়ে ফোন করে সিএনজি ছাড়িয়ে নেয়ার তদবির, চালক আটক

হবিগঞ্জ শহরে ভূয়া মেজর পরিচয় দিয়ে ফোন করে সিএনজি অটোরিকশা ছাড়িয়ে নেয়ার অভিযোগে কাওসার মিয়া (২৫) নামের এক চালককে আটক করেছে ট্রাফিক পুলিশ। তবে ওই ভূয়া মেজরকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আটক চালক সদর উপজেলার নোয়াবাদ গ্রামের কিম্মত আলীর পুত্র।

বৃহস্পতিবার দুপুরে লকডাউনে দায়িত্ব পালন করে ট্রাফিক পুলিশ। এ সময় সিএনজি নিয়ে কাওসার হবিগঞ্জ আসছিল। শায়েস্তানগর এলাকায় আসলে ট্রাফিক পুলিশ সিএনজি আটক করে। তখন কাওসার একজন সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দেয়। ওই সময় ওই ভূয়া মেজর ট্রাফিক পুলিশকে কল দিয়ে সিএনজি ছেড়ে দিতে বলে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে ভূয়া মেজরের ফোন নম্বর যাচাই বাছাই করে প্রতারনার বিষটি পরিষ্কার হয়। সাথে সাথেই সিএনজিসহ কাওসারকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কাওসার থানায় আটক ছিল। তবে পুলিশ কাওসার আটকের কথা স্বীকার করলেও গোপনীয়তা রক্ষারয় তথ্য দিতে রাজি হয়নি।