জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শহরে সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

হবিগঞ্জ শহরকে গ্রীণ ও ক্লিন শহরে রুপান্তরের লক্ষ্যে বাংলাদেশের সুন্নামধন্য কোম্পানি বিএসআরএম এর অর্থায়নে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বর ও রোড ডিভাইডার সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির।

হবিগঞ্জের আলোকিত কৃতিসন্তান আনোয়ার হোসেন চৌধুরী

এসময় হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমানসহ হবিগঞ্জ শহরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ প্রকল্পে রয়েছে আকর্ষণীয় পানি ঝর্ণা, ডিভাইডারের দেশী-বিদেশী ফুলগাছ, ঝলমলে আলোকিত বাতি, যা হবিগঞ্জসহ দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়ার মতো সৌন্দর্যবর্ধন। প্রকল্পটি বাস্তবায়ন করছেন ইত্যাদি এ্যাড।