হবিগঞ্জের লাখাই উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর রোজ বুধবার সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে সকল শ্রেণি-পেশা ও রাজনৈতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে উৎসব মূখর পরিবেশে পালনের জন্য উপজেলা প্রশাসন লাখাইর উদ্যোগে আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করেন।
১৬ ডিসেম্বর ভোর সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের বীর শহিদদের রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে ধারাবাহিক কার্যক্রম সম্পূর্ণ করা হবে ।
এই দিনে সকল সরকারি ও আধা-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করতে হবে। রাতে আলোক সজ্জার ব্যবস্থা করতে হবে বলে জানান সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা।
আলোচনায় উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ বন্দে আলী মিয়া,৩ নং মুড়িয়াউক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নোমান মিয়া, ২ নং মুড়াকরি ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান অনুজ,,পজীব কর্মকর্তা কে এম সাহেদ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মাহবুব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুপালি রানী পাল, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়,সাংবাদিক পারভেজ হাসান, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাস্টার,বামৈ মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক কৃষ্ণচন্দ্র রায়, কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, ভবানীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজল জোয়ারদার, বেগুনাই এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বৈষ্ণব, মুড়াকরি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম সহ অনেকেই।