২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৯:০৬

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

” পুলিশ – জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” এ দিবসটির প্রতিপাদ্য হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপিত হয়েছে ।

শনিবার (৪ নভেম্বর ) সকাল সাড়ে ৯ টায় প্রতিবছরের ন্যায় এবারো শায়েস্তাগঞ্জ থানা আয়োজনে নবনির্মিত থানা ক্যাম্পাস থেকে উপজেলার অসংখ্য কমিউনিটি পুলিশিং কমিটির এক বর্ণাঢ্য র ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা ক্যাম্পাসে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত আলোচনা সভায় থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ভূইয়া সভাপতিত্বে ও থানার ( সেকেন্ড অফিসার ) এস আই হীরক চক্রবর্তী পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূইয়া , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান , মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার , পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ ছালেক মিয়া , জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আবদুল্লাহ সরদার । সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নুরপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোঃ ইছাক আলী সেবন , শায়েস্তাগঞ্জ ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ প্রমূখ ।

উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুজ্জামান মাসুক,উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল খান , ট্রাফিক ইনচার্জ মোঃ রমজান , রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী , উপজেলা রিপোর্টাস মোঃ মামুন চৌধুরী , উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর । উক্ত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে উপজেলা , পৌর সভা , ইউনিয়ন কমিউনিটি পুলিশ কমিটির নেতৃবৃন্দ , থানা পুলিশ , ট্রাফিক পুলিশ , রেল পুলিশ, আনসার , আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী , সুশীল সমাজের নেতৃবৃন্দ , এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , জনপ্রতিনিধি , বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ , স্কুল – কলেজ শিক্ষার্থী , শ্রমিক কমিউনিটি পুলিশিং ডে অংশ গ্রহন করেন । এ সময় প্রধান অতিথি আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন , অপরাধ বিরোধী সচেতনতা তৈরি , বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ , জঙ্গি বাদ দমন, সন্ত্রাস দমন , মাদকের কুফল , জুয়া, নারীও শিশু নির্যাতন , যৌতুক নিরোধ , মোবাইল ফোনের অপব্যবহার সামাজিক মূল্য বোধ বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ভূইয়া বলেন , কমিউনিটি পুলিশিং জনতা ও পুলিশের মধ্যকার দূরত্ব কমিয়ে দিয়েছে এবং জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত কারণে কার্যকর ভূমিকা রাখতে কাজ করছে । বর্তমানে পুলিশ সাধারণ জনগণকে সম্পৃক্ত করে মাদক , জুয়া , জঙ্গি বাদ , সন্ত্রাস , ইভটিজিং , নারী-শিশু নির্যাতন , যৌতুক নিরোধ , মোবাইল ফোনের অপব্যবহার সহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে কাজ করে যাব এবং উপজেলা প্রশাসনকে নিয়ে বিভিন্ন অপরাধীকে মোবাইল কোর্ট করা হবে ।

যে কোনো অপরাধ হলে থানায় আসবেন বা আমাদের থানার পুলিশের সাথে মোবাইল ফোনে বা ৯৯৯ যোগাযোগ করবেন । থানায় আপনাদের আসার জন্য উন্মুক্ত ।