জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ১ হাজার ৫ শ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার ( ২৩ এপ্রিল ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ তোফায়েল আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ মশিউর রহমান । এতে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌর মেয়র এফ এম আহমেদ অলি , উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান মাসুক , থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন ভূইয়া , নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল , পৌর প্যানেল মেয়র মোঃ জালাল উদ্দিন মোহন , কাউন্সিলর আব্দুল গফুর , আসমা আবদুল্লাহ , প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব , উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ । অনুষ্ঠানে উপজেলার পৌরশহর, শায়েস্তাগঞ্জ , নুরপুর ও ব্রামণডোরা ইউনিয়ন সহ ১ হাজার ৫ শ জন কৃষককে রবি মৌসুমে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হয় ।