হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পৌর শহরে অলি-গলিতে চায়ের দোকানে চা- নাস্তা বিক্রি পাশাপাশি ডিস এবং অশালীন সিডি মাধ্যমে মিনি সিনেমা হল চলছে প্রতিদিন।
সিডি দেখার জন্য কিশোর থেকে বয়স্ক পুরুষরা বসতে দেখা যায়। কিন্তু প্রতিবাদ করার কেউ নেই।
পৌরশহরে যে-সব স্থানে এমন দোখান রয়েছে তাহল, দাউদনগর বাজার, বাল্লা রেল গেইট, পুরানবাজার পুরানব্রীজ সংলগ্ন সহ বিভিন্ন স্থানে।
এ ব্যাপারে প্রশাসন দৃষ্টি দেওয়া খুবই প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।