জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে নবীগঞ্জের যুবক নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ শহরের বিশাল জেন্টস পার্লারের মালিক বিনয় পাল (৩০) শায়েস্তাগনজে ট্রেনে কাটা পরে মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়,  বুধবার সকাল ৭ টার সময় শায়েস্তাগঞ্জ উপজেলার কুতুবের চক এলাকায় এ ঘটানটি ঘটে। এই মৃত্যু আত্মহত্যা না দূর্ঘটনা এনিয়ে এলাকায় চাঞ্চল্য  সৃষ্টি হয়েছে।

নিহত বিনয় পাল নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাও ইউনিয়নের বড় শাখুয়া গ্রামের বিরন্দ্র পালের ছেলে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মীর শাব্বির আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে ওই স্থানে তাকে চা খেতে দেখেছেন স্থানীয়রা। পরে হয়তো তিনি রেল লাইনে কোন কারণে গিয়েছেলেন তখন তেলবাহী ট্রেনে কাটা পরেন।

তিনি জানান, মরদেহ এখন রেলওয়ে থানায় রয়েছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।