জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে বিপ্লবের চেতনায় প্রতিবাদী কন্ঠে দেয়ালে গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিপ্লবের চেতনায় প্রতিবাদী কন্ঠে দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলন ঘিরে রক্তাক্ত গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা।

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাসির হোসাইন তানভীরের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় , শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ , মুড়ারি চাঁদ কলেজ , আমেরিকান ইউনিভার্সিটি , নর্থ সাউথ নার্সিং কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ জন তরুণ – তরুণী শিক্ষার্থী এই গ্রাফিতিতে অংশ গ্রহন করে।

নতুন বাংলাদেশ বিনির্মানে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্মৃতি ধরে রাখতে রং তুলির বন্ধনায় মুগ্ধ শিক্ষার্থীরা। মুছে ফেলছে পুরনো জীর্ণ সব । যেখানে রয়েছে নতুন বাংলাদেশের জয়গাথা । বিদ্রোহী স্লোগানের পাশাপাশি আছে সমপ্রীতির আহবান । সমতলে সম্মান অধিকার সহ ছাত্র -জনতা আনদোলনের দুঃখের কথা, বনচনা ও নির্যাতনের চিত্র গুলো উপজেলার বিভিন্ন স্থানে দেয়ালে শিক্ষার্থীরা রং তুলি আঁচড়ে ফুটে উঠেছে বিপ্লব চেতনা প্রতিবাদের ভাষা ।

চলতি মাসে ১৪ আগস্ট থেকে উপজেলার পৌরশহরে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই কর্মসূচি শুরু হয় । দেয়াল গুলো সাদা , কালো , সবুজ , লাল রঙের রাঙিয়ে তাতে আঁকা হচ্ছে ছাত্র – জনতার আন্দোলন গৌরবময় নানা চিত্র এবং সমতলে সম্মান অধিকার নিয়ে কষ্টের কথা , বনচনা ও নির্যাতনের চিত্র রং তুলি দিয়ে আঁকছে ।

এই পরিস্থিতি বিবেচনায় এই দেয়াল লিখন ও গ্রাফিতির কর্মসূচি চলমান থাকবে বলে বিভিন্ন সূত্রে জানা যায় ।

সরেজমিনে গিয়ে দেখা যায় , শিক্ষা প্রতিষ্ঠানে দিকে ও সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের সামনে দেয়ালে একদল শিক্ষার্থী রং তুলি নিয়ে গ্রাফিতি আঁকছে । সেখানে বিপ্লব চেতনা প্রতিবাদী কন্ঠে দেয়ালে রং তুলি মাধ্যমে ছাত্র – জনতার আন্দোলনের বিভিন্ন চিত্র সহ দুঃখ কষ্টের কথা , বনচনা ও নির্যাতনের চিত্র ফুটিয়ে তুলছেন । পাশাপাশি এ দেশকে নতুন করে সাজানো স্লোগান লেখা সাজিয়ে তুলছে দেয়াল গুলো ।

rsz 1inshot 20240819 000121328

এদিকে শিক্ষার্থীরা দেয়াল গুলো একঝাঁক রং তুলি আঁচড়ে ফুটিয়ে তুলছে অন্যায় অবিচার , দুর্নীতি বৈষম্য হীনতার বিরোধ চিত্র । মুক্তি যুদ্ধের চেতনাকে ধারণ করে দেয়ালে ফুটিয়ে তুলছে দেশের মানচিত্র । আর লাল সবুজের পতাকা । বনচনা কথায় কথায় বোলিং ও দুঃখ – কষ্টের কথা চিত্র গুলো দেয়ালে আঁকছে তারা। বিপ্লব চেতনা প্রতিবাদী কন্ঠে দেয়ালে গ্রাফিতি অংকন গ্রহনে শিক্ষার্থীরা জানান , সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে আমরা আমাদের মতো করে সাজাবো এবং প্রতিটি দেয়ালে আমরা রঙিন করে সাজাতে চাই । তাই নতুন বাংলাদেশের স্লোগান লিখছি ।