রেল ও শিল্প প্রতিষ্ঠান নির্ভর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে ভাঙ্গারী ব্যবসার অন্তরালে ঘিরে গড়ে উঠেছে শক্তি শালি বিভিন্ন অপরাধী সিন্ডিকেট চক্র ।
এ সকল সিন্ডিকেট চক্র সদস্যরা এলাকায় চুরি , ছিনতাই , মাদক সেবন , মাদক বিক্রি , জুয়া সহ বিভিন্ন অপরাধের সাথে সক্রিয় রয়েছে ।
জানা যায় , ওই সব চক্রের সদস্যরা বিভিন্ন অপকর্ম প্রকাশ্যে চালিয়ে গেলে ও সংশ্লিষ্ট প্রশাসন রহস্য জনক নীরব ভূমিকা নিয়ে এলাকার জনমনে নানা কথা বেঁধে উঠেছে । এসব ভাঙ্গারী উপজেলার ঢাকা – সিলেট নতুন ব্রীজ গোলচক্কর মহাসড়কের পাশে , প্রতিটি হাট-বাজার অলিগলি , বাস স্ট্যান্ড , শহরে পাড়া-মহল্লায় গড়ে উঠা ভাঙ্গারী ব্যবসাকে কেন্দ্র করে ওই সব দোকানী ও সিন্ডিকেট চক্র সদস্যরা স্বল্প বেতন কিংবা কমিশনে স্থানীয় মাদক সেবী , বখাটে শিশু – কিশোর , যুবক-যুবতী , বয়স্ক নারী-পুরুষ ও ছিচকে চোরদের কাজে লাগিয়ে এবং তাদেরকে ব্যবহার করে বিভিন্ন বাসা- বাড়ী , ব্যবসা প্রতিষ্ঠান , দোকান- পাট , সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান , শিক্ষা প্রতিষ্ঠান , চা-বাগান থেকে বিভিন্ন প্রকার লোহার মালামাল , টিন , স্টিল , তামা, পেপার , বই , এ্যালুমিনিয়াম , প্লাষ্ঠিক , মোবাইল , গাড়ি টায়ার , শ্যালু মেশিন , ইলেকট্রনিকস মোটর , রেলওয়ে বিভিন্ন লোহা , দরজা- জানালার গ্রিল , সাইকেল , ইলেকট্রিক ফ্যান , রিস্কা , ট্রান্সফরমার , বিদ্যুৎ সরজ্ঞাম সহ নিত্য প্রয়োজনীয় ব্যবহারী দ্রব্য চুরি করিয়ে তা কম দামে ক্রয় করে বিশাল মজুদ গড়ে তুলে ভাঙ্গারী ব্যবসায়ীরা ।
এসব ভাঙ্গারী মালামাল দেশের স্থানে মিলে কারখানায় অধিক মূল্য বিক্রি করে হাতিয়ে নিচ্ছে প্রতি মাসে লাখ লাখ টাকা । তবে শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রায় ৪০ টি মত ভাঙ্গারী দোকান রয়েছে । তাদের নেই কোনো বৈধ কাগজ পত্র । শুধু ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার ট্রেড লাইসেন্স দিয়ে আড়ালে ব্যবসা করে যাচ্ছে ।
প্রত্যেক ভাঙ্গারী ব্যবসায়ীরা তাদের নিযুক্ত ফরিয়া- হকার কিংবা খুচরা – পাইকারি ক্রেতাদের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সিন্ডিকেট চক্র সদস্যরা রাতের অন্ধকারে চুরি করে নিয়ে এসে ভাঙ্গারী দোকানে বিক্রি করে দিচ্ছে ।
এমনকি এ সকল চোরের দল সুযোগ বুঝে বাসা – বাড়ি থেকে মোবাইল , টাকা , স্বর্ণালংকার চুরি কিংবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী চুরি করে । তারাসব সময় ধরাছোঁয়ার বাহিরে থাকে । ভাঙ্গারী ব্যবসায়ীরা স্থানীয় কিছু প্রভাব শালী ও হাইওয়ে থানা পুলিশকে ম্যানেজ করে এ ভাঙ্গারী ব্যবসাটি খুব লাভ জনক বিধায় শায়েস্তাগঞ্জ উপজেলায় যেখানে সেখানে গড়ে উঠেছে অসংখ্য ভাঙ্গারী দোকান এবং স্থানীয় প্রশাসন নজর না থাকায় দিন দিন চুরি বৃদ্ধি পাচ্ছে ।