জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে রাজাকারের নাম বাদ দিয়ে সড়কের নামকরণ দাবীতে মানববন্ধন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌরশহরে বিরামচর এলাকায় কুখ্যাত রাজাকার ৭১ এর শান্তি কমিটির চেয়ারম্যান সৈয়দ আব্দুল আউয়াল এর নামে গ্রামে দু’টি সড়ক নাম পরিবর্তন করে ঐতিহাসিক হযরত সৈয়দ মোনায়েম ওরফে মধু মিয়া ( রহঃ) মাজার শরিফের নামে সড়কের নাম করণের দাবীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনতা ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । পৌর শহরে বিরামচর এলাকার বাসিন্দা ও যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ রাসেল মিয়া সভাপতিত্বে মানববন্ধন চলাকালে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার ও আ’লীগের প্রবীন নেতা গৌর প্রসাদ রায় , বীর মুক্তি যোদ্ধা রাজিয়া খাতুন , বিরামচর এলাকার বিশিষ্ট মুরুব্বি মোহাম্মদ আব্দুল মন্নাফ ভান্ডারী৷, সৈয়দ ফয়সল আহমেদ সহ আরো অনেক । মানববন্ধনে বক্তারা বলেন , ১৯৭১ সালে মহান মুক্তি যুদ্ধ চলাকালে সৈয়দ আব্দুল আউয়াল উপজেলার পৌরশহরে বিরামচর এলাকার বাসিন্দা এবং উপজেলার ১৯৭১ সালে শান্তি কমিটির সভাপতি ছিলেন । তার নেতৃত্বে তৎকালীন সময়ে উপজেলার অসংখ্য সংখ্যা লঘু পরিবারের বাড়ি -ঘরে লুটপাট করা হয়েছিল ।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে কুখ্যাত রাজাকার সৈয়দ আব্দুল আউয়াল বিরুদ্ধে হবিগঞ্জ থানায় দালাল আইনে মামলা করা হয় ।

বক্তারা আরো বলেন , উপজেলা পৌরশহরে বিরামচর গ্রামে দু’টি সড়ক ” রাজাকার সৈয়দ আব্দুল আউয়াল নামে নাম করণ করার জন্য তার পরিবারের সন্তানরা জেলা প্রশাসক বরাবরে আবেদন করে এবং দু’টি সড়ক রাজাকার নামে প্রচেষ্টা চলছে । বক্তারা অবিলম্বে ” রাজাকার সৈয়দ আব্দুল আউয়াল এর নাম বাদ দিয়ে বিরামচর গ্রামে দু’টি সড়ক হযরত সৈয়দ মোনায়েম ওরফে সৈয়দ মধু মিয়া (রহঃ) মাজার শরিফের নামে নাম করণ করার দাবি জানান মুক্তি যোদ্ধা ও সর্বস্তরের জনতা ।